দিল্লিতে ডাবলু এফ আইয়ের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রীজ ভূষণ স্মরণ শর্মা গত কয়েক মাস ধরে প্রায় এক হাজারেরও বেশি মহিলা কুস্তিগীর দের সাথে পাশবিক নির্যাতন করেছেন তারই প্রতিবাদে গোটা ভারত বর্ষ ব্যাপী প্রতিবাদে ঝড় তুলেছে সাথে সাথে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার সাথে শহর বর্ধমান এও এআই ডিএসও এ আই ডি ওয়াই ও সংগঠনের পক্ষ থেকে কার্জন গেট এর সামনে একটি প্রতিবাদ সভা হয় এই প্রতিবাদ সভাতে সংগঠনের পক্ষ থেকে দাবি তোলেন অবিলম্বে বিজেপি সাংসদীয় সাংসদ পদ বাতিল করতে হবে এবং তাকে পক শো আইনে গ্রেফতার করে অতি দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ।



ব্যুরো রিপোর্ট : দেবাশীষ ঘোষের সঙ্গে কুহেলী নস্করের রিপোর্ট ।।

উড়ান নিউজ ।।

Post a Comment