হৃদয়পুর: হৃদয়পুর রেল স্টেশনের পর এবার হৃদয়পুর বাজারে পড়ল মাওবাদী পোস্টার। রাতের অন্ধকারে কারা এই ধরনের পোস্টার লাগালো তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। তাহলে হৃদয়পুর কি মাওবাদীদের অবাধ বিচরণ ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে এলাকার মানুষের মধ্যে।



স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার হৃদয়পুর বাজার এলাকায় মাওবাদী পোস্টার দেখা যায়। পোস্টারের ওপরে লেখা ২২ এপ্রিল কমরেড লেলিনের নামে তাদের শপথ। এরপর পয়েন্ট দিয়ে লেখা, ফ্যাসিবাদকে গুড়িয়ে দাও। শ্রমিক,কৃষকরাজ বানাও। ঘরে ঘরে বেকার,বাজারে আগুন, ইভিএম ছুড়ে ফেলে এবার জাগুন। সংখ্যালঘু জনগনকে বাঁচাতে তাদের মান ও প্রান দিচ্ছে অস্ত্রে শান। সরকার বদল পণ্ডশ্রম, বিপ্লবীরাই ওদের যম। পোস্টারের শেষে লেখা মার্কসবাদী লেলিনবাদী মাওবাদী সংগঠন।


প্রসঙ্গত মাওবাদী পোস্টার এর আগেও বিজয়পুর স্টেশনে দেখা গেছিল তারপর দেখা গেছিল জেলা পরিষদের ভবনের আশেপাশের দোকানের দেয়ালে এবং এদিন হৃদয়পুর বাজারে। টানা এক সপ্তাহ ধরে উত্তর ২৪ পরগনা জেলার চার চার জায়গায় মাওবাদী পোস্টার পড়ায় স্থানীয়রা যথেষ্টই আতঙ্কে।


ফুল ব্যবসায়ী শুক্লা দাস বলেন, ‘এ'দিন বেশ কিছু বিতর্কিত লেখার পোস্টার দেখা যায়। কয়েকদিন আগে স্টেশনে পোস্টার পড়ে। এবার বাজারে। এটা যথেষ্টই আতঙ্কের।' বারাসাত পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় বলেন, 'কারও যদি সৎ সাহস থাকে তাহলে দিনের আলোতে পোস্টার দিক। এ বাংলায় গণতন্ত্র রয়েছে। প্রতিটি রাজনৈতিক দলকেই রাজনৈতিক কর্মসূচি করার অধিকার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে যাদের জনসমর্থন নেই, তারা উস্কানি দিতে এই ধরনের রাতের অন্ধকারে পোস্টার দিচ্ছে।'

ব্যুরো রিপোর্ট : কুহেলী নস্কর ।।

#উড়ান নিউজ ।।

Post a Comment