অসহায়তার শিকার হয়ে জাতীয় পতাকা হতে নিয়ে পূর্ব বর্ধমান জেলা শাসকের দরবারে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত হেতমপুর গ্রামের এক পরিবার! নিঃস্ব হয়ে অবশেষে মঙ্গলবার গড়িয়ে গড়িয়ে এসে পূর্ব বর্ধমান জেলা শাসক দরবারে পৌঁছায় অসহায়গ্রস্ত পরিবারের সদস্য ও সদস্যারা। 




অভিযোগ বোনের বিবাহ স্থির হলেও বারবার ভেঙে যায়, অবশেষে লুকিয়ে লুকিয়ে বিবাহ স্থির হলে বিবাহের খরচ জোগাতে জমি বিক্রি করতে গেলে দেখা যায় জমি ভেস্ট হয়ে গেছে। বি এল আর ও দপ্তরে গেলে কোনো রেকর্ড নেই তাদের জমির। অভিযোগের তীর তৃণমূলের দিকে। সমস্ত কিছুই তৃণমূলের চক্রান্ত বলে দাবি করেছেন অসহায় গ্রস্ত ওই পরিবারের সদস্য জীবন শেখ। জীবন শেখের আরো দাবি ৭০ বস্তা আলু স্টোরে থাকলেও তার থেকেও বঞ্চিত হয়েছেন তারা। অবশেষে কোন পথ না পেয়ে দীর্ঘ পথ গায়ে পতাকা জড়িয়ে গড়িয়ে গড়িয়ে এসে পূর্ব বর্ধমান জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলার দরবারে উপস্থিত হন।

মেমারি বিধায়ক, ব্লক সভাপতি, পঞ্চায়েত প্রধান, বি এল আর ও দপ্তরে জানিয়েও কোনো সুরাহা পাননি উক্ত পরিবার। অপরদিকে সমস্ত অভিযোগ নস্যাৎ করেছেন তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস।



ব্যুরো রিপোর্ট : দেবাশিস ঘোষ ।।

উড়ান নিউজ।।

Post a Comment