রুরাল মেডিকেল প্র্যাকটিশনার এসোসিয়েশনের পক্ষ থেকে মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন।
পূর্ব বর্ধমান জেলায় বিভিন্ন গ্রামেগঞ্জে রয়েছেন আরএমপি ডাক্তাররা। দিবারাত্রি তারা গ্রামগঞ্জের মানুষকে পরিষেবা দিয়ে থাকেন এবং মানুষকে সুস্থ করে তোলেন। বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে গ্রামীন এলাকায় চিকিৎসার ওপর আরএমপি চিকিৎসকরা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কাছে ডেপুটেশন প্রদান করলেন। রুরাল মেডিকেল প্র্যাকটিশনার এসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে মূলত এই ডেপোটেশন প্রদান। রুরাল মেডিকেল প্রাকটিশনার এসোসিয়েশনের সভাপতি উরমান আলী শেখ বলেন,রুরাল মেডিকেল প্রাক্টিশনের অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে গ্রামীণ চিকিৎসকদের সরকারি স্বীকৃতি, গ্রামীণ চিকিৎসকদের যথাপযুক্ত ট্রেনিং এর ব্যবস্থা করা ও দিবারাত্র পরিষেবার জন্য নিরাপত্তা প্রদানের ব্যবস্থা করা এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ডেপুটেশন প্রদান। আমাদের এই দাবি-দাওয়া নিয়ে আমাদের এই লড়াই চলছে এবং আগামী দিনে আমরা সফল হবোই।
ব্যুরো রিপোর্ট : দেবাশীষ ঘোষ।।
উড়ান নিউজ।।
Post a Comment