লাভপুরের জনসভায় হাজার হাজার মানুষের সমাগমে স্পষ্ট দুর্নীতিমুক্ত নির্মল বাংলা গঠনের ভরসা আমরা তৈরি করতে পেরেছি। এই ভরসা তৈরি করার নবতম কর্মসূচির নামই হচ্ছে #TrinamooleNaboJowar।
#JonoSanjogYatra-র উদ্দেশ্যই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রত্যন্ত গ্রামের মানুষের সংযোগকে আরও মজবুত করা। এর ফলে তাঁরা আসন্ন পঞ্চায়েত ভোটে নিজেদের এলাকার সামগ্রিক উন্নতিকল্পে তাঁদের পছন্দের প্রার্থীর নাম প্রস্তাব করতে পারবেন।
মঞ্চ থেকে কথা বলার সময় সামনে দাঁড়িয়ে বা বসে থাকা মা-ভাই-দিদি-বোনেদের চোখেমুখে যে আশার আলো আমি দেখেছি, তা অবিচ্ছিন্ন এবং চিরন্তন রাখার জন্য আমি বদ্ধপরিকর। তাঁদের আশীর্বাদ মাথা পেতে নিয়েই আমি বাংলায় মানুষের পঞ্চায়েত প্রতিষ্ঠার কাজে ব্রতী হয়েছি।
ব্যুরো রিপোর্ট : উড়ান নিউজ
।।
Post a Comment