এদিন সকালে বর্ধমান শহরের ৩৪ নম্বর ওয়ার্ডের বাঁকা নদীর ধার থেকে একটি আনুমানিক পাঁচ ছয় মাসের শিশু পুত্রের মৃতদেহ দেখেন এলাকার বাসিন্দারা । এলাক ার স্থানীয় বাসিন্দারা জানান বাঁকা নদীর পাড়ে প্রত্যেক দিনই এলাকার বাচ্চা ছেলেমেয়েরা মাছ ধরে এদিনও সকালে মাছ ধরছিল বাচ্চা ছেলেমেয়েরা তখনই তারা দেখে একটি পুতুল ভেসে আসছে সামনে একটু কাছে এলে তাদের ভুল ভাঙ্গে সেটি পুতুল নয় একটি পাঁচ ছয় মাসের শিশু পুত্রের মৃতদেহ সঙ্গে সঙ্গে এলাকার বা


সিন্দাদেরকে খবর দেয় বাচ্চা ছেলে মেয়েরা তারা ছুটে এসে জায়গাটি ঘিরে রাখে এবং বর্ধমান সদর থানায় খবর দিলে সাথে সাথে বর্ধমান সদর থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে বর্ধমান মেডিকেল কলেজে পাঠিয়ে দেয় এলাকার স্থানীয় বাসিন্দারা জানান এদিকে তো অনেক নার্সিংহোম রয়েছে হয়তো কোন নার্সিংহোম থেকে এটি ফেলে দেওয়া হয়েছে।

কিন্তু কিভাবে মৃতদেহটি এতদূর ভেসে এসেছে তা নিয়ে দ্বন্দ্বে এলাকার বাসিন্দারা । 



সকাল সকাল এরকম একটি ছোট্ট আনুমানিক পাঁচ ছয় মাসের শিশু পুত্রের মৃতদেহ দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকার বাসিন্দারা চাইছেন অবিলম্বে বাঁকা নদীর দুই দিকে সিসিটিভি ক্যামেরা বসানো হোক। তাহলে বোঝা যাবে বাঁকা নদীর জলে কি কি ভেসে আসছে আর কি কি ফেলে দেয়া হচ্ছে।।


ব্যুরো রিপোর্ট: উড়ান নিউজ ।।

Post a Comment