[7/30, 2:11 PM] Uraan  News: ইসলামিক নববর্ষ, আল হিজরি বা আরবি নববর্ষ নামে পরিচিত। মহরমের প্রথম দিনে পালিত হয়, কারণ এই পবিত্র মাসেই নবি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। কিন্তু মাসের দশম দিন, যা আশুরা নামে পরিচিত, সেদিন কারবালায় নবির নাতি হুসেন ইবনে আলির শাহাদাতের মৃত্যু হয়। তাঁর স্মরণে মুসলমানরা এই দিন শোকপ্রকাশ করেন। মুহরম শব্দের অর্থ ‘অনুমতি নেই’ বা ‘নিষিদ্ধ’। তাই এই দিনে মুসলমানদের যুদ্ধের মতো ক্রিয়াকলাপে অংশ নেওয়া নিষিদ্ধ। এই দিনটি প্রার্থনা এবং আত্মদর্শনের দিন হিসাবেও পালিত হয়।


[7/30, 2:11 PM] Uraan  News: ১৪৪৪ বছর আগে হজরত মহম্মদ ও তাঁর অনুগামীরা মক্কা থেকে মদিনার উদ্দেশে রওনা হতে বাধ্য হন। ওই দিনটি ছিল মহরমের প্রথম দিন। তাঁকে মক্কায় ইসলামের বার্তা প্রচার করায় বাধা দেওয়া হয়। মহরমের দশম দিনটি অশুরা হিসেবে পালিত হয়, এদিন ইমাম হুসেনের মৃত্যুর শোক পালন করা হয়। ইমাম হুসেন ছিলেন হজরত মহম্মদের পৌত্র এবং হজরৎ আলির পুত্র। ৬৮০ খ্রিষ্টপূর্বে কারবালার যুদ্ধে প্রাণ ত্যাগ করেন।

[7/30, 2:12 PM] Uraan  News: ইসলামের অন্যান্য উৎসব থেকে মহরমের পৃথক, কারণ এই মাসটি হল শোকজ্ঞাপন ও প্রার্থনার মাস। এ সময় কোনও উৎসব পালিত হয় না। শিয়াদের জন্য এই মাসটি বিশেষ গুরুত্ব বহন করে। শিয়ারা এদিন একটি শৃঙ্খল তৈরি করে নিজেকে ক্ষতবিক্ষত করতে থাকেন। একে ততবীর বা কামা জানি বলা হয়। আবার সুন্নিরা এদিন উপবাস পালন করেন ও ‘ইয়া হুসেন’ অথবা ‘ইয়া আলি’ উচ্চারণ করে।


ব্যুরো রিপোর্ট : কুহেলী নস্করের সঙ্গে পায়েল হালদারের রিপোর্ট ।

Post a Comment