আজ ছিল kolkata metiaburuz garments fair 2023 লাস্ট দিন।

   


অপেক্ষা করতে হবে আরও অন্তত একবছর। তার পর রীতিমতো সেজেগুজে তৈরি হয়ে আসছে নতুন মিলন মেলার সুচনা।  সৌজন্য এবং উত্তীর্ণ অডিটোরিয়ামের পরে শহরের পরিকাঠামো মানচিত্রে নতুন সংযোজন হতে চলেছে নবকলেবরে ‘মিলন মেলা’ প্রাঙ্গণ। 2024শে থাকবে আরো নতুন রুপ।।নয়া রূপের নকশা তিনটি সংস্থা মিলে এই মেলাটি উদযাপন কোনো সাহায্য করেছে।।বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে উদযাপন করা হয়।

ব্যুরো রিপোর্ট : কুহেলী নস্করের সঙ্গে পায়েল হালদারের রিপোর্ট ।।

উড়ান নিউজ ।।


কী থাকছে

ময়দান থেকে যখন কলকাতা বইমেলা সরাতে হয়েছিল কলকাতা হাইকোর্টের নির্দেশে, তখন বিকল্প মেলার মাঠ হিসেবে মিলন মেলা প্রাঙ্গণটি গড়ে তোলা হয় বাম জমানার শেষ দিকে। শুধুমাত্র কলকাতা বইমেলাই নয়, কলকাতা মেটিয়াব্রুজমেলা-সহ সারা বছরই কোনও না-কোনও মেলা অনুষ্ঠিত হত সায়েন্স সিটির বিপরীতের এই মেলা প্রাঙ্গণে।

বদলাতে চলেছে এই ছবি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মিলন মেলা প্রাঙ্গণ ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়ার পরেই পুরোদমে শুরু হয়েছে কাজ। পূর্ণাঙ্গ সংস্কারের কাজ হাতে নেওয়ার পরে আপাতত সল্টলেক, নিউ টাউনের বিভিন্ন মাঠে স্থানান্তরিত করা হয়েছে মিলন মেলার অনুষ্ঠানগুলিকে।

Post a Comment