জমি ও অজস্র প্রাকৃতিক সম্পদ বেসরকারী কর্পোরেটদের হাতে তুলে দিতেই মণিপুরের বিজেপি সরকার জাতি দাঙ্গা ঘটাচ্ছে। মহিলা নির্যাতন ভয়ঙ্কর আকার ধারণ করেছে। নগ্ন করে মহিলাদের রাস্তায় হাঁটানো হচ্ছে। এ পর্যন্ত সাত জন মহিলা ধর্ষিত হয়েছে। তীব্র প্রতিবাদে ফেটে পড়েছে মণিপুর। আগুন জ্বলছে মণিপুরে। স্বাভাবিক জীবনযাত্রা বিপন্ন।
দেশ ও বিদেশে প্রতিবাদ ধ্বনিত হচ্ছে বিজেপি সরকারের বিরুদ্ধে। আমরা BLNL অবসরপ্রাপ্ত কর্মচারী ও সমস্ত স্তরের কর্মচারীরাও সামিল এই প্রতিবাদে। আপনিও আসুন বেলা দেড়'টায় ১:৩০এ টেলিফোন ভবনে।
দুলাল সাহা, সম্পাদক
West District Branch
Howrah/Sreerampore.
ব্যুরো রিপোর্ট : কুহেলী নস্কর ।।
উড়ান নিউজ ।।
Post a Comment