দক্ষিণ 24 পরগনা জেলার অধীনে বিষ্ণুপুর থানা এলাকার বাখরাহাট পুলিশ ফাঁড়ি এলাকার দেউলবেরিয়া গ্রামে।
গতকাল 23.07.23 রাতে 7.30pm -8pm দীপক মাঝি সংকর বেড়া সহ ২৫ থেকে ৩০ জন দুষ্কৃতী শুভাশিস মালের বাড়ি আক্রমণ করে।
শুভাশিস মালের স্ত্রী, মা ও বাচ্চা সাত বছরের মেয়ের নাম করে নোংরা ভাষায় অসভ্য গালিগালাজ করে .বাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে বাড়ির জানালা ভেঙে দেয় !!
,বাড়ি ভাঙচুর করে। শুভাশিস মালের মায়ের নাম হচ্ছে দ্বিতীয়া মাল বয়েস ৫৭ দুষ্কৃতীরা মানসিক নির্যাতন করে. ।।
শুভাশিস মাল তার স্ত্রী সমর্পিতা মাল কে দুষ্কৃতীরা হুমকি দিয়েছে হাইকোর্ট থেকে তোরা যে মামলা করেছিস মামলাটা তুলে নিবি।
WPA no 17066/23
তোদের এলাকায় থাকতে দেবো না এলাকাছাড়া করে দেবো। তোদেরকে খুন করে মাটিতে পুতে দেব।
সমস্ত ঘটনা শুভাশিস মাল গতকাল রাতে বাগরাহাট পুলিশ ফাঁড়িতে লিখিতভাবে জানিয়েছে.।।
ব্যুরো রিপোর্ট : কুহেলী নস্কর
উড়ান নিউজ ।।
Post a Comment