ঠাকুরপুকুর মহেশতলা চট্টা রামেশ্বরপুর মল্লিক পাড়ায় রাস্তায় পানীয় জলের পাইপ বসানোর কাজ চলার সময় জেসিবি দিয়ে রাস্তায় গর্ত খুঁড়তে গিয়ে আন্ডার গাউন এর বিদ্যুদের তারের সঙ্গে সংযোগ লেগে যাওয়ার দরুন দাউদাউ করে জ্বলে উঠে আগুন ,,,বিকট শব্দ শুনে ওখানকার গাড়ি চালক ও ওখানকার স্থানীয় বাসিন্দা আতঙ্কিত হয়ে পড়ে ,,অগ্নিকাণ্ডের খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে সিএসসি
আধিকারিকদের খবর দেওয়া হয় ,,খবর্সুত্রে জানা যায় তারাই ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে বলে জানা গেছে । আর এই ঘটনার জেরেই প্রায় ১৫০ টা বাড়িতে তিন ঘন্টা বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকে ওই ।।
বাইট চট্টা তৃণমূল উপ প্রধান মইদুল মল্লিক।
ব্যুরো রিপোর্ট কুহেলী নস্করের সঙ্গে পায়েল হালদারের রিপোর্ট ।।
ততক্ষণ সঙ্গে থাকুন ,চোখ রাখুন উড়ান নিউজের পর্দায় ।
Post a Comment