২৬ জুলাই, বিকাল ৫ টায় দিল্লীর হরকিষণ সিং সুরজিৎ ভবনে অনুষ্ঠিত হলো " Fidel and Palestine" শীর্ষক আলোচনা। উপলক্ষ্য " 70 th Anniversary of the attack on Monkada Garrison ".
আয়োজক:
National commitee for Solidarity with Cuba.
বক্তা তালিকায় ছিলেন :
কিউবা এবং প্যালেস্টাইনের অ্যাম্বাসাডর গণ।
সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সিপিআই এর বিনয় ভূষণ, সিপিআইএমএল এর দীপঙ্কর ভট্টাচার্য, ফরওয়ার্ড ব্লকের দেবরাজন।
শুরুতেই কিউবা এবং প্যালেস্টাইনের সংগ্রামের ভিডিও ক্লিপস দেখানো হয়।
বক্তাদের আলোচনায় উঠে আসে এই দুই দেশের বিপ্লবের গৌরবজ্বল ভূমিকার কথা। উঠে আসে অ্যামেরিকা ও পশ্চিমী দুনিয়ার ডাবল স্ট্যান্ডার্ড ভূমিকার কথা, যারা নিজেদের দেশে গণতন্ত্রের ধ্বজা উড়ায়, কিন্তু এই দুই দেশের উপর অর্থনৈতিক ও রাজনৈতিক অবরোধ চাপিয়ে রেখেছে বছরের পর বছর ধরে।
প্যালেস্টাইনের লড়াইকে সার্বিক সমর্থন দিয়ে গেছেন ফিদেলের কিউবা।
এতদিন পর্যন্ত ভারত এই দুই দেশের সঙ্গে বন্ধুত্ব পূর্ন সম্পর্ক বজায় রেখে চলেছে। সভার দাবি , বিজেপি সরকারও যেন সেই পরম্পরা বজায় রেখে চলে।
সভা থেকে দুটি দেশের জন্যে দুটি রেজোলিউশন নেওয়া হয়।
কিউবা সম্পর্কিত রেজোলিউশনে বলা হয়,
১) অবিলম্বে আমেরিকা ঘোষিত " স্টেট স্পন্সরড টেরোরিজম" তালিকা থেকে কিউবা কে বাদ দিতে হবে।
২) কিউবার উপর চাপিয়ে দেওয়া আমেরিকার অর্থনৈতিক ও
রাজনৈতিক অবরোধ অবিলম্বে তুলে নিতে হবে।
৩) কিউবার অভ্যন্তরীণ বিষয়ে অস্থিরতা সৃষ্টি করার আমেরিকান প্রচেষ্টা অবিলম্বে বন্ধ করতে হবে।
প্যালেস্টাইন সম্পর্কিত রেজোলিউশনে বলা হয়,
১) প্যালেস্টাইনের উপর ইসরাইলের একতরফা সামরিক আক্রমণ বন্ধ করতে হবে।
২) ইসরাইল কর্তৃক প্যালেস্টাইনের যে যে ভূখন্ড দখল করে রাখা হয়েছে তা অবিলম্বে ফিরিয়ে দিতে হবে।
৩) প্যালেস্টাইনের উপর যে আক্রমণ দীর্ঘদিন ধরে ইসরাইল চালিয়ে যাচ্ছে সেখানে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে আমেরিকা এবং পশ্চিমী দুনিয়া অর্থনৈতিক ও রাজনৈতিক সমর্থন দিয়ে যাচ্ছে , তা বন্ধ করতে হবে।
৪) প্যালেস্টাইনের যে বিশাল সংখ্যক মানুষ শরণার্থী হয়ে দেশ ছাড়া হয়ে আছে, তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে।
ব্যুরো রিপোর্ট : উড়ান নিউজ ।।
Post a Comment