জেএফএ লাইব্রেরীর শুভ উদ্বোধন
বনি সিংহ : শিক্ষার ক্ষেত্রে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে এসপিকে ফিউচারিস্টিক অ্যাকাডেমি।
নিউ টাউনে নতুন একটি লাইব্রেরি খুললেন এই একাডেমি শনিবার তার শুভ উদ্বোধন হলো।
লাইব্রেরিটি তার সংগ্রহকে বয়সের সীমা অনুযায়ী সীমাবদ্ধ করে উচ্চমানের বই মেলে ধরবে, যাতে বাচ্চাদের পড়ার স্তরে তাদের আগ্রহ এবং জ্ঞান অর্জন করতে পারে।
বইয়ের মধ্যে থাকবে ছোটদের উপযুক্ত গল্প এবং শিক্ষামূলক উপকরণ। যাতে অল্প বয়স থেকেই পড়ার প্রতি ভালোবাসা জন্মায়। এদিন উদ্বোধনে উপস্থিত ছিলেন অভিনেত্রী কনীনিকা ব্যানার্জি, জিমি ট্যাংরি, জেসিকা গোমস, একাডেমির সেক্রেটারি জয়দীপ পাটওয়া ও একাডেমির অধ্যক্ষ দর্শন মুথা।
ব্যুরো রিপোর্ট : কুহেলী নস্করের সঙ্গে পায়েল হালদারের রিপোর্ট
উড়ান নিউজ ।।
Post a Comment