মহেশতলায় রাতে স্কুলের সাতটা রুমের তালা ভেঙে ও প্রায় কুড়িটা আলমারি ভেঙে দুঃসাহসিক চুরি
মহেশতলা ১৮ নম্বর ওয়ার্ডের আকড়া গার্লস হাই মাদ্রাসায় রাতের অন্ধকারে স্কুলের সাতটা রুমের তালা ভেঙে ও প্রায় কুড়িটা আলমারি ভেঙে বিভিন্ন সরকারি নথি ও গুরুত্বপূর্ণ ফাইল নষ্ট করে বেশ কিছু টাকা ও পাওয়া যায় বলে অভিযোগ প্রধান শিক্ষিকার এই ঘটনার পর ইস্কুলের শিক্ষিকারা আতঙ্কিত
খবর পেয়ে স্কুলে পৌঁছায় মহেশতলা থানার বড়বাবু সহ একাধিক পুলিশ কর্মী গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ ইতিমধ্যেই স্কুলের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে থানায়।
ব্যুরো রিপোর্ট : কুহেলী নস্করের সঙ্গে পায়েল হালদারের রিপোর্ট ।
উড়াব নিউজ ।।
Post a Comment