পুজোর আর প্রায় ৭৫ দিন বাকি তারই মধ্যে আজ বর্ধমান শহরে বিবেকানন্দ সেবক সংঘের খুঁটিপুজো হয়ে গেল।
এই দুর্গাপুজো এ বছর ১৯ তম বর্ষে পদার্পণ করবে । এবছরের থিম ৫২ বছরের পরেও একাত্তরে মা তেইশে কাঁদে ।
আনুমানিক বাজেট ৩০ লক্ষ টাকা আজ স্বেচ্ছায় রক্তদান শিবির এবং খুঁটি পূজার মাধ্যমে বিবেকানন্দ সেবক সংঘের দুর্গাপুজোর শুভ সূচনা হয়ে গেল এই রক্তদান শিবিরে আনুমানিক প্রায় ২০০ জন রক্তদাতা তাদের মূল্যবান রক্ত দান করেন।
![]() |
Advertisement |
মোট রক্তের ১০০ জনের রক্ত শহীদ শিবশঙ্কর সেবা সমিতিতে এবং ১০০ জনের রক্ত একটি বেসরকারি হাসপাতালে দেয়া হবে বলে জানালেন বিবেকানন্দ সেবক সংঘের সহ কোষাধ্যক্ষ মলয় দত্ত বনিক ।
![]() |
Advertisement |
দুর্গা পুজোর শুভ সূচনা কে ঘিরে এলাকায় ছোট থেকে বড় সবার খুশি চোখে পড়ার মতন ।
ব্যুরো রিপোর্ট :
দেবাশীষ ঘোষ
উড়ান নিউজ
সঙ্গে রাখুন দেখতে থাকুন।।
Post a Comment