বিশ্ববিদ্যালয় মাস কমিউনিকেশন ডিপার্টমেন্ট ও পূর্ব বর্ধমান জেলা পুলিশ এর যৌথ উদ্যোগে , আজ ,৬ই আগস্ট পূর্ব বর্ধমান শহরের নির্দিষ্ট কিছু জায়গায় অনুষ্ঠিত হলো সাইবার সচেতনতামূলক একটি পথনাটিকা।
![]() |
সমাবেশ |
![]() |
নাটকের কিছু মুহূর্ত |
বর্ধমান বিশ্ববিদ্যালয় মাস কমিউনিকেশন ডিপার্টমেন্ট ও পূর্ব বর্ধমান জেলা পুলিশ এর যৌথ উদ্যোগে ৬ই আগস্ট পূর্ব বর্ধমান শহরের নির্দিষ্ট কিছু জায়গায় অনুষ্ঠিত হলো সাইবার সচেতনতামূলক একটি পথনাটিকা।
• নাটকের নাম – “নিজের দায়িত্বে সাইবার সুরক্ষা”। এছাড়া একটি আকর্ষণীয় ট্যাগলাইন ছিল : “ইন্টারনেটের গলদ, ধরতে না পারলেই বলদ”।
• নাটকের বিষয় – আইনি মাধ্যমে সাইবার সচেতনতা ও সুরক্ষা।
(কি কি অপরাধ সাইবার বুলিং এর মধ্যে পড়ে, সাইবার ক্রাইমের শিকার হলে কি কি আমাদের করণীয়, সাইবের অপরাধের বিরুদ্ধে সতর্কতা ইত্যাদি)
• অনুষ্ঠিত তারিখ – ৬ই আগস্ট,২০২৩
• বিশেষ সহযোগিতায় –
1) KAMANASISH SEN (IPS SUPERINTENDENT OF POLICE)
2) Suprabhat Chakraborty,( SDPO OFFICER,Purba Bardhaman, SADAR SOUTH)
3) Srinivas M.P. (IPS Probationer)
4) Shyama Prasad Banerjee, (Councillor,21 no ward, Purba Bardhaman)
• তত্ত্বাবধায়ক – Dr. Rajesh Das ( Head of the Department of Mass Communication department, The University of Burdwan)
• নাটক অভিনীত স্থান – পূর্ব বর্ধমান ২১ নং ওয়ার্ড এর বোরহাট মোড়, দীঘিরপুল ও সর্বমঙ্গলা পাড়া
• উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন -
1. Suprabhat Chakraborty,( SDPO OFFICER,Purba Bardhaman, SADAR SOUTH)
2. Srinivas M.P. (IPS Probationer)
3. Shyama Prasad Banerjee, (Councillor,21 no ward, Purba Bardhaman)
• পরবর্তী সম্ভাব্য নাটক প্রদর্শনের জায়গা – মেমারি, জামালপুর, রায়না
• অংশগ্রহণে – বর্ধমান বিশ্ববিদ্যালয় এর চতুর্থ বর্ষের মাস কমিউনিকেশন বিভাগের ছাত্র ছাত্রীরা
1. অয়ন রায়
2. দেবলীনা নাথ
3. নম্রতা মুখার্জ্জী
4. রুপাঞ্জনা সামন্ত
5. শুক্লা দাস
6. শ্রেষ্ঠা মুখার্জ্জী
7. শাঁওলী সিংহ রায়
8. সায়ম কৃষ্ণ দেব ( তাদের চতুর্থ সেমিস্টারএর পরীক্ষারই এক অংশ ছিল এই পথনাটিকা। )
• রিপোর্ট প্রদানে – নম্রতা মুখার্জ্জী (নাটকে অংশগ্রহণকারী বর্ধমান বিশ্ববিদ্যালয় মাস কমিউনিকেশন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী)
Post a Comment