নৈহাটির গৌরীপুর হিন্দি হাইস্কুলে ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন করলেন মন্ত্রী পার্থ ভৌমিক




 ----------------------------------------------নৈহাটির গৌরীপুর হিন্দি হাইস্কুলে ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন করলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। উন্নত শিক্ষাব্যবস্থার লক্ষ্যে তিনি ওই স্কুলে আরও দুটি ডিজিটাল ক্লাসরুম তৈরির এদিন আশ্বাস দিলেন।


ব্যুরো রিপোর্ট কুহেলী নস্করের সঙ্গে বিশ্বজিৎ নাথ

উড়ান নিউজের পর্দায়।।


ব্যুরো রিপোর্ট কুহেলী নস্করের সঙ্গে বিশ্বজিৎ নাথ।।

উড়ান নিউজের পর্দায়।।

Post a Comment