রথতলা ফিঙ্গাপাড়া গার্লস হাইস্কুলের ছাত্রীদের হাতে-কলমে বিজ্ঞানের পাঠ শেখাল বিজ্ঞান মঞ্চ
---------------------------------------------- কাঁকিনাড়ার রথতলা ফিঙ্গাপাড়া গার্লস হাইস্কুলের ছাত্রীদের হাতে-কলমে বিজ্ঞানের পাঠ শেখালেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যরা। মঙ্গলবার স্কুলের নিজস্ব সভাকক্ষে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালনের মধ্য দিয়ে ছাত্রীদের বস্তুর ভরকেন্দ্র, তরলের পৃষ্ঠ টানের বিষয়, মাপন চোঙ দ্বারা তরলের পরিমাপ, স্টেথোস্কোপের সাহায্যে হৃদস্পন্দন শোনা-সহ বিজ্ঞানের নানান খুঁটিনাটি ছাত্রীদের সামনে উপস্থাপন করলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ড: অশোক সরকার। এদিন প্রদীপ প্রজ্জ্বোলনের মাধ্যমে বিদ্যাসাগরের জন্মদিন পালন অনুষ্ঠানের শুভ সূচনা করেন স্কুলের ভারপ্রাপ্ত প্ৰধানা শিক্ষিকা রুমা সাহা। উক্ত অনুষ্ঠানে হাজির ছিলেন হালিশহর কোনা হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তৃপ্তি চক্রবর্তী, আল্পনা বিশ্বাস, পঙ্কজ ভট্টাচার্য, জয়ন্ত সরকার-সহ বিশিষ্টজনেরা। তবে হাতে-কলমে বিজ্ঞানের তালিম পেয়ে খুশি পড়ুয়ারা।
ব্যুরো রিপোর্ট কুহেলী নস্করের সঙ্গে বিশ্বজিৎ নাথ।।
উড়ান নিউজের পর্দায়।।
Post a Comment