অভিনেতা বিশ্বনাথ বাসুর বাড়ির নিচে দেখা মিলল অজগর বাবাজীবনের
এক একটা সকাল ,একটা নতুন খবর নিয়ে আসে ,,এই জন্যই বোধয় আমরা প্রত্যেকটা দিন বাঁচি ,,আজকের দিনটাও আমাদের কাছে আকর্ষণীয় ছিল ,,,প্রায় ৬.১৫ নাগাদ শেষ ঘুমের আমেজে ,অভিনেতা বিশ্বনাথ বাসু হয়তো বিছানা জুড়ে ,,,হটাৎ তার ভাই তাকে ডেকে বলেন দাদা নিচে একটা লম্বা মস্ত আকারের সাপ ধরা পড়েছে ,,যদিও বা এটাই সাভাবিক ,কারণ ঘন জঙ্গলের পারে ,মূর্তি নদীর তীরে সাপ এমন কি অবাক করা ব্যাপার ??
কিন্তু অভিনতা ভাবতে পারেননি যে জিনিস নিজের চোখে দেখলেন ,তার ধারণা টা কেবল চিড়িয়াখানা বা দিকোভারি চ্যানেলেই দেখেছেন,,,,যদিও সেই জায়গা তেই সিনেমা জগতের বহু তারকা ছিলেন দাড়িয়ে এবং তার মধ্যে থেকে অভিনেতা জানান সাপটি কতো ফুট লম্বা বলে মনে হয় ??
তার মধ্যে থেকেও অনেকেই অভিনেতাকে বলেন হাতে নিয়ে একটা ছবি তুলুন না ,অভিনেতা জানান যে তার ওতো সাহস নেই ,এছাড়া আমাদের অভিনেতা সোহম জানান গলায় একটু জড়িয়ে দিচ্ছি তুমি একটু ধরে দাড়াও ,,,কিন্তু যদিও উনি বলেন আমি ডাল ভাত খাওয়া ভুড়িওয়ালা মানুষ,,এত সাহস কি আর আমার আছে ??
তার কথা শুনে চাঁদের পাহাড়ের শঙ্কর জানায় সে নির্ভয়ে , সত্যিই কথা বলতে কি প্রকৃতি যত কিছু আমাদের প্রদান করেছে না ,,ভাবনার ও বাইরে ,,কতো রকম আলোচনা চলছিল ওই অজগরকে নিয়ে ,,,
ব্যুরো রিপোর্ট: কুহেলী নস্করের সঙ্গে ক্যামেরায় পায়েল হালদার।।
উড়ান নিউজ।।।।।
Post a Comment