প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে অর্থাৎ স্বাধীনতার অমৃত মহোৎসব যে চলছে আগে যেটা দিল্লির রাজপথ নাম ছিল এখন সেই নামকরণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তব্যপথ ।
সেই কর্তব্য পথের সামনে নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি মোচন করেন প্রধানমন্ত্রী আর এই নেতাজি মূর্তির সামনে অমৃত বাটিকা বা অমৃত মহল তৈরি হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কল্পনা ভারতবর্ষের প্রতিটি বাড়ির মাটি যেন এই অমৃতবাটিকায় থাকে,,,
ভারতবর্ষের ৩৪৪ টা ব্লকের কি করে গাছ যেন অমৃত বাটিকায় থাকে তার জন্য বর্ধমানের অধিষ্ঠাত্রীদেবী মা সর্বমঙ্গলা মন্দিরের মাটি সহ বর্ধমান শহরে কিছু বাড়ির মাটি আমরা সংগ্রহ করেছি সেই মাটি আমরা অমৃত বাটিকায় প্রধানমন্ত্রীর হাতে পৌঁছে দেবো বলে সাংবাদিক সম্মেলনে জানালেন বর্ধমান জেলার বিজেপির জেলা অফিসে পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার ।
ব্যুরো রিপোর্ট কুহেলী নস্করের সঙ্গে দেবাশীষ ঘোষ ।।
উড়ান নিউজের পর্দায়।।
Post a Comment