শ্যামনগর অন্নপূর্ণা কটন মিল চালুর দাবিতে বিক্ষোভ শ্রমিকদের 

রাজ্য জুড়ে বিশ্বকর্মা আরাধনার আমেজ। অথচ সেই আমেজ একেবারেই ফিকে শ্যামনগরে। গত  ১৪ আগস্ট থেকে বন্ধ শ্যামনগর ফিডার রোডের অন্নপূর্ণা কটন মিল। 


প্রচুর আর্থিক ক্ষতিকেই দায়ী করে আচমকা মিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দিয়েছে মিল কর্তৃপক্ষ। মিল বন্ধে বিপাকে পড়েছেন এই মিলের স্থায়ী-অস্থায়ী মিলিয়ে প্রায় পাঁচশো জন শ্রমিক। 

মিল খেলার দাবিতে সোমবার মিলের গেটে অন্নপূর্ণা কটন মিল বাঁচাও কমিটির সদস্যরা। শ্রমিকদের অভিযোগ, কারন ছাড়াই মিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। মিল বন্ধে তাদের বিশ্বকর্মা পুজোর আনন্দ মাটি হয়ে গিয়েছে। কিন্তু  এবার মিল চালু করা হোক। 

যাতে দুর্গাপুজোর আনন্দ তাদের মাটি না হয়।

ব্যুরো রিপোর্ট : কুহেলী নস্করের সঙ্গে বিশ্বজিৎ নাথ ।।

উড়ান নিউজ  ।।

Post a Comment