রোদ নেই, মাথায় হাত শিল্পী-উদ্যক্তাদের




-----------------------------------------------শারদ উৎসব একেবারে দোরগোড়ায়। কিন্তু বাঁধ সাধল একনাগাড়ে বৃষ্টি। নিম্নচাপ কিংবা বৃষ্টির জেরে মাথায় হাত শিল্পী ও পুজো উদ্যক্তাদের। শ্যামনগর নতুনপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির ৭৫ তম বর্ষের থিম দিল্লির লালকেল্লা। 


ইসরোর বিজ্ঞানীদের সম্মান জানিয়ে বিশেষ আকর্ষণ থাকছে চন্দ্রযান-৩। পুজো কমিটির কর্নধার সোমনাথ তালুকদার বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারনে মন্ডপ তৈরিতে সমস্যা হচ্ছে। তবুও ঠিকসময়ে মন্ডপ তৈরি হয়ে যাবে। শ্যামনগর মাতৃপল্লী মুক্তি সংঘের পুজো এবারে ৭ বর্ষে পদার্পন করলো। 


বাংলার কুটিরশিল্প তুলে ধরে মন্ডপ সাজানোর কাজ চলছে। বেতের ঝুঁড়ি থেকে শুরু করে কুলো, বেড়া স্থান পাবে মন্ডপ সজ্জায়। থিম মেকার তথা পুজো কমিটির সম্পাদক অভিষেক পাল বলেন, টানা বৃষ্টির জেরে কমিউনিটি হলের মধ্যে বেতের নকশার কাজ করা হচ্ছে। মন্ডপের বাইরের নকশার কাজ পুরো থমকে গিয়েছে।



 শ্যামনগর গুড়দহ আমরা সবাই পুজো কমিটির অষ্টম বর্ষের থিম বদ্রিনাথ। এখানকার শিল্পী শিবু সরকার বলেন, বাঁশ, বাটাম, ফোম ও প্লাই দিয়ে মন্ডপ তৈরি করা হচ্ছে। ৮০ শতাংশ কাজ এগিয়ে গেছে। কিন্তু বৃষ্টির কারনে তারা ঠিকমতো কাজ করতে পারছেন না।


ব্যুরো রিপোর্ট কুহেলী নস্করের সঙ্গে বিশ্বজিৎ নাথ।।

উড়ান নিউজের পর্দায়।।

Post a Comment