অধিকারের আন্দোলন এবার রাজভবনে আছড়ে পড়বে! কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, বর্বরতা ও দিল্লি পুলিশের আক্রমনের প্রতিবাদে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আগামীকাল দুপুর ২ টোর সময় ১ লক্ষ মানুষকে সঙ্গে নিয়ে মোহর কুঞ্জ থেকে শান্তিপূর্ণ মিছিল করে রাজভবন অভিযান করব। সঙ্গে থাকবে বাংলার বঞ্চিত মানুষের লেখা ৫০ লক্ষ চিঠি! বাংলার মানুষের অধিকার আদায়ের এই আন্দোলনকে সফল করে তুলতে আপনারাও যোগ দিন এই শান্তিপূর্ণ প্রতিবাদে।
রাজ্যপালের কাছে বাংলার বঞ্চিত মানুষের লেখা প্রত্যেকটি চিঠির জবাব চাই আমরা!
জয় বাংলা
.
.
.
#MaaMatiManush #AITC #TrinamoolCongress #MamataBanerjee #AbhishekBanerjee #AllIndiaTrinamoolCongress
ব্যুরো রিপোর্ট কুহেলী নস্কর।।
উড়ান নিউজের পর্দায়।।
Post a Comment