এত আসনে বিজেপি সিট জিতবে, তা বাংলার জনতা কল্পনাও করতে  পারবে না বললেন সাধ্বী নিরঞ্জন জ্যোতি




--------------------------------------------আসন্ন লোকসভা নির্বাচনে এত আসনে বিজেপি জিতবে, বাংলার জনতা তা কল্পনাও করতে পারবে না। বুধবার ব্যারাকপুর সংগঠনিক জেলার তরফে গারুলিয়ায় একটি অনুষ্ঠান বাড়িতে বিকশিত ভারত সংকল্প সভায় হাজির ছিলেন এমনটাই বললেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। এদিন তিনি বলেন, বাংলায় বামেরা তৃণমূলের সঙ্গে লড়াই করছে। আর দিল্লিতে গিয়ে ওরা আসন ভাগাভাগি নিয়ে বৈঠক করছে। প্রকল্পের বকেয়া টাকা প্রদান নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, আমাদের মন্ত্রণালয় দুজন অধিকারিক নিয়োগ করেছে। মমতা সরকার দুজন নোডাল অধিকারিক নিয়োগ করুক। তারপর তদন্ত করে দেখা হবে এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছাড়াও হাজির ছিলেন ব্যারাকপুর জেলার পর্যবেক্ষক প্রবাল রাহা, ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, সহ-সভাপতি দেব কুমার ঘোষ, জেলার সাধারণ সম্পাদক যথাক্রমে রূপক মিত্র ও অশোক কুমার বর্মা, জেলা সম্পাদক কুন্দন সিং-সহ অন্যান্য নেতৃবৃন্দ।



ব্যুরো রিপোর্ট কুহেলী নস্করের সঙ্গে বিশ্বজিৎ নাথ।।

উড়ান নিউজ লাইভের পর্দায়।।

Post a Comment