সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতোর বিরুদ্ধে জাল জাতীগত সংশাপত্র নিয়ে বিক্ষোভ আদিবাসীদের।
সন্দেশখালী ST বিধানসভা নির্বাচন ক্ষেত্রে অবৈধভাবে ভূমিজ সাব-কাস্ট ব্যবহারকারী সুকুমার মাহাত বিধায়ক পদে কেন? মূখ্যমন্ত্রী জবাব দাও ? সহ একাধিক দাবিতে শুক্রবার দুপুর ২টো নাগাদ পূর্ব বর্ধমান জেলার ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজের পক্ষ থেকে বিক্ষোভ সভা ও ডেপুটেশন কর্মসূচি পালন করা হলো ।
বর্ধমান স্টেশন থেকে তারা মিছিল করে কর্জনগেট চত্বরে প্রতিবাদ ও বিক্ষোভ সভা করা হয়। এদিন রাজ্যের বিভিন্ন জেলা থেকে আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছে। মূলত অআদিবাসী নকল সংসাপত্রধারীদের বিরুদ্ধে , আদিবাসী ভূমিজদের লোগো বিকৃত কারীদের বিরুদ্ধে , বর্ধমান জেলা জুড়ে পদবি ও আদিবাসী ক্ষত্রিয় কর্মীদের হিসাবে জাতিগত সংশোধন দেয়া হচ্ছে এর বিরুদ্ধে সরব হয় তারা।
সন্দেশ খালি বিধায়ক যার জমির দলিলে কুর্মী লেখা আছে তিনি ১১ বছর ধরে কিভাবে আদিবাসী কোটায় বিধায়ক পদে থাকেন এ নিয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছে আদিবাসী সংগঠন । অন্য দিকে কিভাবে একজন অআদিবাসি বিধানসভায় আদিবাসী সংরক্ষন সিটে বসে আদিবাসীদের প্রতিনিধিত্ব করতে পারে তা নিয়েও তারা প্রশ্ন তুলেছে। সেই সঙ্গে তারা জেলা শাসকের মাধ্যমে অবিলম্বে এই সমস্ত বিষয় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি করেছে।
Post a Comment