ভাটপাড়ায় মৃত নৃত্য শিল্পীর পরিবারের পাশে থাকার আশ্বাস অর্জুন সিংয়ের

-----------------------------------------------ভাটপাড়া উৎসবের মঞ্চ থেকে ছিটকে নিচে পড়ে গিয়ে শিল্পী সজল বারুইয়ের মৃত্যু হয়েছে নাকি বিদ্যুৎস্পৃষ্ট তাঁর মৃত্যু হয়েছে। তা নিয়ে টানাপোড়ন চলছেই। যদিও এই ঘটনা নিয়ে ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং বলেন, খুব দুঃখজনক ঘটনা। পুলিশ ঘটনার তদন্ত করছে। মৃত শিল্পীর পরিবারের পাশে তিনি আছেন। এমনকি তিনি দু'একদিনের মধ্যেই কল্যাণীতে গিয়ে শিল্পীর পরিবারের সঙ্গে দেখা করবেন। প্রসঙ্গত, ভাটপাড়া উৎসবের মঞ্চে হালিশহরের একটি নাচের ট্রুপের সঙ্গে পারফর্ম করতে এসে মৃত্যু হয়েছে ২২ বছরের উদীয়মান নৃত্যশিল্পী সজল বারুইয়ের। তাঁর মৃত্যুর কারনে উৎসবও বন্ধ করে দেওয়া হয়েছে।



ব্যুরো রিপোর্ট কুহেলী নস্করের সঙ্গে বিশ্বজিৎ নাথ।।

উড়ান নিউজ লাইভের পর্দায়।।

Post a Comment