বিক্কি যাদব খুনে ধৃত পাপ্পু সিংয়ের ১৪ দিনের জেল হেফাজত, কিন্তু গুলিকাণ্ডে পাপ্পুর জামিন
-----------------------------------------------বিক্কি যাদব খুনের ঘটনা এবং রাজ পান্ডের ওপর গুলি চালানোর ঘটনায় ধৃত পাপ্পু সিংকে শুক্রবার ফের ব্যারাকপুর আদালতে তোলা হয়েছিল। এদিন বিচারক রাজ পান্ডের ওপর গুলি চালানোর ঘটনায় পাপ্পুকে পাঁচ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছেন। অপরদিকে বিক্কি যাদব খুনের ঘটনায় বিচারক পাপ্পুকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। এদিন ব্যারাকপুর আদালতে এসে সাংসদ অর্জুন সিং বলেন, সত্যের জয় হয়েছে। গুলিকাণ্ডে বিচারক পাপ্পুর জামিন মঞ্জুর করেছেন। এতেই প্রমাণিত হয়রানি করার জন্য পাপ্পুকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বিক্কি খুনের মামলায় বিচারক পাপ্পুকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। সাংসদের দাবি, আইনের ওপর তাদের ভরসা আছে। আগামীদিনে তারা নিশ্চিতভাবে ন্যায়-বিচার পাবেন। অপরদিকে পাপ্পুর আইনজীবী সুশান্ত রায় বলেন, গুলি চালানোর ঘটনায় পাপ্পুর জামিন মিলেছে। বিক্কি যাদব খুনের ঘটনায়ও এখনও ওর জামিন মেলেনি। আগামী ১৯ জানুয়ারি ফের ওকে আদালতে তোলা হবে। সুশান্ত বাবু জানান, পাপ্পুর জামিনের দাবিতে পরবর্তীতে তারা উচ্চ আদালতেও যেতে পারেন।
ব্যুরো রিপোর্ট কুহেলী নস্করের সঙ্গে বিশ্বজিৎ নাথ।।
উড়ান নিউজ লাইভের পর্দায়।।
Post a Comment