সাধক লাল বাবার মূর্তি স্থাপন অনুষ্ঠানে সাংসদ অর্জুন সিং
তন্ত্র সাধক লাল বাবার মূর্তি স্থাপন করা হল তাঁর সাধনাস্থল নৈহাটি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের প্যাটারসন রোডে গঙ্গার তীরবর্তী লাল বাবা আশ্রমে।
সাতদিন ধরে পুজাপাঠের পর বৃহস্পতিবার পুন্যতিথিতে লালবাবার প্রানপ্রতিষ্ঠা অনুষ্ঠানে হাজির ছিলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। উক্ত অনুষ্ঠানে হাজির ছিলেন আশ্রম কমিটির সদস্য ও বাবার ভক্তরা।
কথিত আছে, ব্রহ্মচারী হট যোগী শ্রী শ্রী লাল বাবা বট গাছের নিচে সাধনা করতেন। পারিবারিক সমস্যা মেটাতে ভক্তরা তাঁর কাছে ছুটে আসতেন।
ব্যুরো রিপোর্ট : বিশ্বজিৎ নাথ।।
উড়ান নিউজ
Post a Comment