ট্রাক ড্রাইভারদের ৫ লক্ষ টাকা জরিমানা ।
ওল ড্রাইভার ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুর৩টে নাগাদ একধিক্কার মিছিলের আয়োজন করা হয়।এদিনের এই ধিক্কার মিছিলটি বাকুড়া মোর থেকে তেলিপুকুর মোর পর্যন্ত অনুষ্ঠিত হয় এদিন।
মূলত কেন্দ্রীয় পরিবহন নীতির প্রতিবাদে এদিনের এই ধিক্কার মিছিল।ড্রাইভারদের উপর পরিবহনের যে নতুন আইন চালু হয়েছে সেই আইনের প্রতিবাদেই আজকের এই ধিক্কার মিছিল।
এদিনের এই ধিক্কার মিছিলে বর্ধমান থানার প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিলো যাতে কনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
ব্যুরো রিপোর্ট : দেবাশীষ ঘোষ।।
উড়ান নিউজ
Post a Comment