পাথর প্রতিমার লক্ষ্মী জনার্দনপুর সমবায়ে জিতল শাসক দল। 




দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের 15 টি সমবায় নির্বাচন, ইতিমধ্যে বনশ্যমনগর, উপেন্দ্র নগর, ইন্দ্রপুর, লক্ষ্মীনারায়ণপুর ও লক্ষ্মী জনার্দন পুলিশ সমবায় ভোট শেষ হয়েছে । 

তার মধ্যে জিপ্লট ইন্দ্রপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড ছাড়া সবগুলিতে তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করেছে। 

আজ লক্ষী জনার্দনপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে ভোট অনুষ্ঠিত হলো,মোট আসন সংখ্যা ৪৩।  নমিনেশনের সময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসকদল ২৪ এবং বিরোধীরা ১৩ টি পায়,আগিয়ে থাকে শাসক দল । 

কেবলমাত্র একটিমাত্র মৌজায় ছটি আসনের জন্য আজ ১২ জন লড়াই করলেন, শেষ পর্যন্ত ছটি আসন এই জিতল শাসক দল। অর্থাৎ সমবায়ের কমিটি পরিচালনার দায়িত্বে থাকবে তৃণমূল। কতটা মানুষের পাশে থাকতে পারে এখন দেখার।


ব্যুরো রিপোর্টঃ কুহেলী নস্করের সঙ্গে ক্যামেরায় মাইদুল ইসলাম।।

Post a Comment