*অঙ্কিতা ভট্টাচার্য্যের* নতুন গান ‘যে জন প্রেমের ভাব জানেনা’ মুক্তি পাচ্ছে *এই পুজোয়*


লোকো সংগীতের ছোঁয়ায় ফিরে আসছে বাংলার হৃদয়ের সুর

সঙ্গীত শিল্পী অঙ্কিতা ভট্টাচার্যের নতুন গান 



এই পুজোয় জনপ্রিয় সংগীতশিল্পী ২০১৯ সালের সা রে গা মা পা -র বিজয়ী *অঙ্কিতা ভট্টাচার্য্য* (Ankita Bhattacharyya) শ্রোতাদের উপহার দিতে চলেছেন এক নতুন গানের ভিডিও – ‘যে জন প্রেমের ভাব জানেনা’, যা একটি আধুনিক লোকো সংগীতে সুরারোপিত। গতকাল ( ২৪.০৬.২০২৫) রেকর্ড হলো অঙ্কিতা-র গান। গানটিতে পুরুষ কন্ঠে থাকবেন অভিষেক ভট্টাচার্য ( Abhishek Bhattaacharya)।



গানটির পরিচালনায় এবং প্রযোজনায় *রূপন মল্লিক* (Rupan Mallick ), তার ক্যামেরার ফ্রেমে ধরা পড়বে অব্যক্ত ভালোবাসার সাথে লোকোগানের সুর। 


*DropsPlay*-র প্রযোজনায় সথে অঙ্কিতা ভট্টাচার্যের (Ankita Bhattacharyya) সুমধুর সুরের সংমিশ্রণ প্রতিটা মানুষের মনে জায়গা করে নেবে আশা করা যায়


ব্যুরো রিপোর্ট :উড়ান নিউজ লাইভ।।


Post a Comment