আঙুলের ডগায় জালিয়াতি!


শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করেছিলেন বাগুইআটির এক বাসিন্দা, যার ভিত্তিতে গত ২৭ সেপ্টেম্বর উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর এবং চোপড়া থেকে আমাদের ব্যাঙ্ক জালিয়াতি প্রতিরোধ শাখার হাতে গ্রেফতার হয় মোক্তার আলম ও রোশন আলি। 



কী বৃত্তান্ত? অভিযোগকারী জানিয়েছিলেন, তাঁর আধার কার্ডের সঙ্গে যুক্ত বায়োমেট্রিক তথ্য হাতিয়ে নিয়ে অজ্ঞাতপরিচয় কোনও ব্যক্তি বা ব্যক্তিরা Aadhar Enabled Payment System (AEPS)-এর মাধ্যমে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছে। 


তদন্তে নেমে ব্যাঙ্ক জালিয়াতি প্রতিরোধ শাখার তদন্তকারীরা জানতে পারেন, যে customer service point (CSP) অর্থাৎ গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে অবৈধ লেনদেন করা হয়েছে, সেটির মালিক মোক্তার আলম।


অভিযোগকারীর ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য জেনে নিয়ে আলম ও তার সঙ্গীরা তাঁর আঙুলের ছাপ নকল করে তাঁর অ্যাকাউন্ট থেকে AEPS-এর মাধ্যমে তুলে নেয় প্রায় ২৮,৯০০ টাকা। 


তদন্ত চলাকালীন সম্প্রতি ঘটে যাওয়া এই ধরনের আরও কিছু জালিয়াতি সম্পর্কে তথ্য সংগ্রহ করেন আমাদের সহকর্মীরা, এবং বিস্তারিত প্রযুক্তিগত বিশ্লেষণের পর বোঝা যায়, এই জালিয়াতি চক্রের অবস্থান বাংলার ইসলামপুর এবং বিহারের আরারিয়া অঞ্চলে। 


আরও জানা যায়, আমাদের কাছে দায়ের হওয়া আরও ছয়টি অভিযোগের সঙ্গে জড়িত ধৃত মোক্তার আলম ও রোশন আলি। এদের কর্মপ্রক্রিয়া কিছুটা এরকম – বিভিন্ন পাবলিক ওয়েবসাইট থেকে ইলেকট্রনিক তথ্য যোগাড় করা, তা থেকে আঙুলের ছাপ নকল করা, এবং সেগুলি ব্যবহার করে ব্যাঙ্ক থেকে টাকা তোলা। 


জিজ্ঞাসাবাদের পর এই চক্রের আরও কিছু সদস্যের নাম জানায় মোক্তার ও রোশন, যার ফলে গতকাল রাতে ফাঁসিদেওয়া এবং ইসলামপুর অঞ্চলে উপর্যুপরি হানা দিয়ে ব্যাঙ্ক জালিয়াতি শাখার তদন্তকারীরা গ্রেফতার করেন মহম্মদ মুসা আলম, মহম্মদ নৌশাদ হায়াত, ও পসিরুল আলম নামক তিনজনকে। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু নকল করা আঙুলের ছাপ সমেত নথিপত্র, সেগুলির সঙ্গে যুক্ত আধার নম্বর, একাধিক আধার কার্ডের ফটোকপি, একটি CSP নথি, এবং বেশ কিছু ডেবিট কার্ড। 


মোট পাঁচজন ধৃতকে যথাক্রমে ৭ এবং ১৪ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন মাননীয় আদালত। 


Fraud on a fingertip!


Based on a complaint by a Baguiati resident filed at Shakespeare Sarani PS, our Anti Bank Fraud Section had, on September 27, arrested Moktar Alam from Islampur and Rousan Ali from Chopra, both in Uttar Dinajpur district.


The complainant had stated that his Aadhar-linked biometrics had been duplicated by unknown persons to impersonate him and withdraw money from his bank account, via the Aadhar Enabled Payment System (AEPS).


Upon investigation, our Anti Bank Fraud Section had discovered that Alam was the owner of the customer service point (CSP) from where the fraudulent  transactions had been carried out.


Once the accused and his accomplices had acquired the confidential bank details of the complainant, they had cloned his fingerprint impression to withdraw nearly Rs 28,900 via unauthorised transactions from his bank account through AEPS. 


During the investigation, our team collected data related to a number of such fraudulent AEPS transactions in the recent past and after thorough technical analysis, ascertained that a racket was active from remote locations in Islampur in West Bengal and Araria in Bihar.


The two individuals under arrest were also found to be involved in six other  cases previously reported to us. Their modus operandi was to develop fake fingerprints from electronic data gathered from different public websites, and use them to withdraw money from bank accounts. 


Upon interrogation, they revealed the names of a few accomplices, on the basis of which a team from the Anti Bank Fraud Section conducted continuous raids in Fansideoa and Islampur, resulting in the arrests last night of three more persons from Islampur – Md Musha Alam, Md Naushad Hayat, and Posirul Alam.


Several incriminating items and documents, including ready-to-use cloned fingerprints with corresponding Adhaar numbers, photocopies of Aadhar cards, a CSP deed, and debit cards were seized from their possession.


The two individuals arrested initially were remanded to police custody until October 7, while the three arrested last night will remain in police custody until October 14.


ব্যুরো রিপোর্ট উড়ান নিউজ।।

Post a Comment