পুজোর বোনাস বাড়ানোর দাবিতে শ্রমিক বিক্ষোভ আগরপাড়া টেক্সম্যাকো কারখানায়
----------------------------------------------পুজোর বোনাস বাড়ানোর দাবিতে শুক্রবার আগরপাড়া টেক্সম্যাকো কারখানা গেটে বিক্ষোভ দেখালো শ্রমিকরা। অভিযোগ, উৎপাদন বাড়লেও শ্রমিক বোনাস বাড়ছে না। প্রসঙ্গত, বোনাস নিয়ে বৃহস্পতিবার কারখানার চারটি ইউনিয়নের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়েছিল। সেই বৈঠকে কর্তৃপক্ষ ৯ শতাংশ বোনাস দেবার কথা বলে। তাতে রাজি নন শ্রমিকপক্ষ। এদিন সকালে টিফিন টাইমে কারখানার গেট আটকে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় শ্রমিকরা। বোনাস বাড়ানো না হলে আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি দিলেন ক্ষুব্ধ শ্রমিকরা। এদিকে শ্রমিক বিক্ষোভের জেরে তীব্র উত্তেজনা ছড়ায় কারখানা গেটে। উত্তেজনার সামাল দিতে ঘটনাস্থলে বেলঘড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী।
ব্যুরো রিপোর্ট কুহেলী নস্করের সঙ্গে বিশ্বজিৎ নাথ।।
উড়ান নিউজের পর্দায়।।
Post a Comment