বর্ধমান শহরের ১১নং ওয়ার্ডের বিধানপল্লী এলাকায় এক ক্লাবে ১৫বছরে যুবকের মৃতদেহ উদ্ধার
বিধান পল্লী অ্যাথলেটিক ক্লাবের ভিতরে এক নাবালকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা এলাকায়। বর্ধমান শহরের ১১ নং ওয়ার্ডের বিধানপল্লী এলাকার ঘটনা। মৃতের নাম রোহিত রুইদাস(১৫)।
স্থানীয়রা জানাচ্ছে, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকালে ক্লাবে অনুষ্ঠান ছিল। সেখানে অন্যান্যদের সাথে রোহিতও উপস্থিত ছিল। রোহিতের আত্নীয় অজয় রুইদাস জানাচ্ছে, রোহিত লাড্ডু কারখানায় কাজ করে। বেশ কয়েকদিন ধরে সে কাজে যাচ্ছিল না।
সেকারণে বাড়িতে মা বকাবকি করেছিল। ক্লাবের অনুষ্ঠানের শেষে সবাই বেরিয়ে যাবার কিছুক্ষণ পরে আমরা এই মর্মান্তিক খবর পাই। ক্লাবের ভিতরে একটি ধুতি কাপড়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় রোহিতকে। এরপর পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত্যুর সঠিক কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।
ব্যুরো রিপোর্ট : দেবাশীষ ঘোষ।।
উড়ান নিউজ
Post a Comment