দিল্লিতে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে দেওয়া হয়নি অভিযোগ অর্জুন সিংয়ের




----------------------------------------------কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লীতে দুদিন ব্যাপী আন্দোলন কর্মসূচি নিয়েছিল তৃণমূল কংগ্রেস। আন্দোলনের দ্বিতীয় দিনে মঙ্গলবার সন্ধেয় কেন্দ্রীয় গ্রামীণ প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করার কথা অভিষেক নেতৃত্বাধীন তৃণমূল প্রতিনিধি দলের। অভিযোগ, মন্ত্রী দেখা করেন নি। উল্টে দিল্লি পুলিশ কৃষিভবন থেকে আন্দোলনকারীদের টেনে হিঁচড়ে বের করে আটক করেছিল। বুধবার বেলায় জগদ্দল বিধানসভার  মামুদপুর গ্রাম পঞ্চায়েতের  রামচন্দ্রপুর এলাকায়  দলীয় কর্মীদের নিয়ে আলোচনা সভায় হাজির হয়ে সাংসদ অর্জুন সিং বলেন, দিল্লীতে তাদের গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে দেওয়া হয়নি। দিল্লী পুলিশ দলীয় নেতৃত্বের ওপর অত্যাচার চালিয়েছে। সাংসদের দাবি, দিল্লি পুলিশের ভূমিকা দেখে মনে হচ্ছিল  এটা কোনও গণতান্ত্রিক দেশ নয়। কোনও রাজতান্ত্রিক দেশ। তবে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে তাদের আন্দোলন জারি থাকবে বলে এদিন সাফ জানিয়ে দিলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ।


ব্যুরো রিপোর্ট কুহেলী নস্করের সঙ্গে বিশ্বজিৎ নাথ।।

উড়ান নিউজের পর্দায়।।

Post a Comment