অমানবিক ঘটনার সাক্ষী টিটাগড় বিবেকনগর, রাস্তার ধার থেকে উদ্ধার বৃদ্ধ




-----------------------------------------------অমানবিক ঘটনার সাক্ষী থাকলো টিটাগড় পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিবেকনগরের বাসিন্দারা। অভিযোগ, মঙ্গলবার রাতে বৃষ্টির মধ্যে বিবেকনগরে রাস্তার ধারে আনুমানিক ৮৫ বছরের এক বৃদ্ধকে ফেলে রেখে যায় জনৈক প্রদীপ নামে এক ব্যক্তি। সূত্র বলছে, কলকাতার কেশব চন্দ্র সেন সরণির বাসিন্দা মিলন কান্তি মিত্রকে টিটাগড় বড়পোলে এনে রেখেছিলেন প্রদীপ বাবু। বৃদ্ধের অভিযোগ, রাতে খাবার না দিয়ে এদিক-ওদিক ঘুরিয়ে গাড়ি করে এনে রাস্তার ধারে ফেলে রেখে যায় প্রদীপ। বুধবার সকালে পুরসভার নির্মল সাথী প্রকল্পের দুই মহিলা কর্মী ওই বৃদ্ধকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন। তারাই বিষয়টি স্থানীয় কাউন্সিলর মৌসুমী ভট্টাচার্যকে জানান। কাউন্সিলর ও তাঁর স্বামী দেবব্রত ভট্টাচার্য এসে অসুস্থ বৃদ্ধকে উদ্ধার করে ব্যারাকপুর বি এন বসু হাসপাতালে ভর্তি করেছে। বৃদ্ধর পকেট থেকে আধার কার্ড, এটিএম কার্ড ও ৫০০ টাকার একটা নোট পাওয়া গিয়েছে। বৃদ্ধর পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।



ব্যুরো রিপোর্ট কুহেলী নস্করের সঙ্গে বিশ্বজিৎ নাথ।।

উড়ান নিউজ লাইভের পর্দায়।।

Post a Comment