গারুলিয়ার ডানবার কটন মিল লাইনের বসবাসকারীদের হাতে মিউটেশন সার্টিফিকেট তুলে দিলেন সাংসদ অর্জুন সিং 


১৯৮৭ সাল থেকে বন্ধ নোয়াপাড়া থানার গারুলিয়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের ডানবার কটন মিল। রুটিরুজি হারিয়ে বিপন্ন শ্রমিক পরিবারেরা এখন অতি কষ্টে দিন গুজরান করে চলেছেন।



 একমাত্র সম্বল মাথার ওপর ছাদ হারিয়ে যাওয়ার আশঙ্কাও করছিলেন তারা। যদিও পুজোর মুখে উপহার পেলেন ডানবার শ্রমিক লাইনের বাসিন্দারা। শনিবার রাতে ২৫ জন পরিবারের হাতে গারুলিয়া পুরসভার পক্ষ থেকে দখলকৃত মিউটেশন সার্টিফিকেট প্রদান করা হল। তাদের হাতে এদিন মিউটেশন সার্টিফিকেট তুলে দিলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। হাজির ছিলেন গারুলিয়া পুরসভার পূর্ত দপ্তরের সিআইসি গৌতম বসু-সহ পুরসভার অন্যান্য কাউন্সিলররা। এদিন সাংসদ বলেন, বহু বছর ধরে বসবাসকারী শ্রমিক পরিবারদের উচ্ছেদের চেষ্টা করা হয়েছিল। কিন্তু গারুলিয়া পুরবোর্ড দখলকৃত মিউটেশনের ব্যবস্থা করে দিয়েছে। সাংসদ অর্জুন সিংয়ের কথায়, ডানবার কটন মিল লাইনের হাল পরিবর্তনে তার সাংসদ তহবিলের এক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সাংসদের আশা, আগামীদিনে ডানবার শ্রমিক লাইনের আমূল পরিবর্তন ঘটবে।


ব্যুরো রিপোর্ট কুহেলী নস্করের সঙ্গে বিশ্বজিৎ নাথ।।

উড়ান নিউজ লাইভের পর্দায়।।

Post a Comment