কাঁচরাপাড়ায় বোমা বিস্ফোরণ ও ব্যারাকপুরে দলীয় কর্মীদের লাঠিচার্জের প্রতিবাদে বীজপুর থানা ঘেরাও বিজেপির
-----------------------------------------------গত ২৮ জানুয়ারি কাঁচড়াপাড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কালিনগরে বোমা বিস্ফোরণে দুই লোহা-লক্কর ফেরিওয়ালা জখম হয়েছেন। তাছাড়া ২৯ জানুয়ারি ব্যারাকপুরে আইন অমান্য কর্মসূচিতে দলীয় কর্মীদের ওপর লাঠিচার্জ করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এই দুটি ইস্যুতে বুধবার বিকেলে বিজেপির ব্যারাকপুর জেলার যুব মোর্চার পক্ষ থেকে বীজপুর থানা ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। কাঁচড়াপাড়া স্টেশনের কাছ থেকে বিজেপি প্রতিবাদ মিছিল শুরু হয়ে বীজপুর থানা পর্যন্ত আসে। থানার সামনে বসে পড়ে কিছুক্ষন বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী-সমর্থকরা। এরপর তারা থানায় স্মারকলিপি জমা দেন। উক্ত কর্মসূচিতে এদিন হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর সংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, ব্যারাকপুর জেলার যুব মোর্চার সভাপতি বিমলেশ তেওয়ারি, জেলা সম্পাদক জিনিয়া চক্রবর্তী প্রমুখ।
ব্যুরো রিপোর্ট কুহেলী নস্করের সঙ্গে বিশ্বজিৎ।।
উড়ান নিউজ লাইভের পর্দায়।।
Post a Comment