তোলা চেয়ে না পেয়ে ব্যারাকপুরে ব্যবসায়ীর ওপর দুষ্কৃতী হামলা দুষ্কৃতীদের
তোলা চেয়ে না পেয়ে ব্যবসায়ীর ওপর হামলা চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর থানার সদর বাজার এলাকায়। আক্রান্ত ব্যবসায়ী গৌতম রায় ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের জগদীশ চন্দ্র বসু সাধারণ হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযোগ, সদর বাজার পুরানো কোর্ট সংলগ্ন এলাকার ব্যবসায়ী গৌরব রায়কে বেশ কিছুদিন ধরে টাকা দাবি করছিল স্থানীয় দুষ্কৃতী সনু সাউ। তোলা দিতে রাজি না হওয়ায় গৌরবকে ফোনে হুমকি দিচ্ছিল বলে অভিযোগ। দু'দিন ধরে সনুর ফোন ধরা বন্ধ করে দিয়েছিলেন ওই ব্যবসায়ী। আক্রান্ত ব্যবসায়ী গৌরব রায়ের অভিযোগ, শ্রমিকদের কাজে বাধা দেওয়ার খবর পেয়ে এদিন সকালে কাজের সাইডে গিয়েছিলাম।
সেখানে বচসা থেকে সনু সঙ্গে তার ধাক্কাধাক্কি হয়। গৌরবের অভিযোগ, প্রথমে কাঠের বাটাম দিয়ে সনু তাঁর পায়ে আঘাত করে। পরে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে এলে সনু ও তার দলবল পালিয়ে যায়। ঘটনায় আতঙ্কিত ব্যারাকপুর সদর বাজার এলাকার ব্যবসায়ীরা।
ব্যুরো রিপোর্ট : বিশ্বজিৎ নাথ
উড়ান নিউজ
Post a Comment