দায়িত্বহীনতার জন্য হারালো একটা তরতাজা প্রাণ।।
গতকাল সন্ধ্যেতে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতাল এই তরতাজা ছেলেটিকে দায়িত্ব নিয়ে খুন করে۔۔۔হ্যা এটাকে খুনই বলবো۔۔۔আমরা ডাক্তার কে ভগবান এর আসন দি۔۔۔আর সেই ডাক্তার যদি এতটা দায়িত্বজ্ঞানহীন এর মতো কাজ করে তবে সেটাকে খুন বলা হয়۔۔۔
এরম একটি ব্যস্ত একটি গ্রামীণ হাসপাতাল যার উপর নির্ভরশীল আশেপাশের বহু মানুষ সেখানে বিকাল এর পর কোনো সিনিয়র ডাক্তার দেখতে পাওয়া যায়না۔۔۔۔ট্রেনিং এ আসা জুনিয়র ডাক্তার দের দিয়ে কাজ চালানো হয়۔۔۔এই দায়িত্বজ্ঞানহীনতার জন্য একটি তরতাজা প্রাণ চলে গেলো۔۔۔
ব্যুরো রিপোর্টঃ উড়ান নিউজ।।
Post a Comment