ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের তরফে স্বচ্ছতা হি সেবা কর্মসূচিতে অংশ নিলেন সাংসদ অর্জুন সিং
-----------------------------------------------গান্ধী জয়ন্তী উপলক্ষে দেশ জুড়ে ১৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত 'স্বচ্ছতা হি সেবা' কর্মসূচি নেওয়া হয়েছে। ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের তরফে আয়োজিত স্বচ্ছতা হি সেবা কর্মসূচিতে শনিবার অংশ নিলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। এদিন সাংসদ ছাড়াও হাজির ছিলেন ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের সিইও মমতা কানসে। উক্ত কর্মসুচিতে হাজির হয়ে সাংসদ অর্জুন সিং বলেন, জাতির জনক মহাত্মা গান্ধী সর্বদা সমাজ পরিচ্ছন্ন রাখার বার্তা দিতেন। গান্ধী জয়ন্তী উপলক্ষে দেশ জুড়ে 'স্বচ্ছতা হি সেবা' কর্মসুচি চলছে। ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের পক্ষ থেকে সেই কর্মসুচি নেওয়া হয়েছে।
ব্যুরো রিপোর্ট কুহেলী নস্করের সঙ্গে বিশ্বজিৎ নাথ ।।
উড়ান নিউজের পর্দায় ।।
Post a Comment