বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিলেন খড়দার রহড়া থানার পুলিশ
বৃস্পতিবার সন্ধেয় খড়দার রহড়া থানার পুলিশের টহলরত গাড়ি রাস্তায় একজনের হাতে একটি বিরল প্রজাতির কচ্ছপ দেখতে পান।
বিলুপ্তপ্রায় সেই প্রানীটিকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর থানা থেকে ফোন যায় বনদপ্তরে। খবর পেয়ে রাতেই রহড়া থানায় ছুটে যান শ্যামনগর কাউগাছির বাসিন্দা বন্যপ্রাণী রক্ষাকারী প্রতাপ দাস।
তিনি বিরল প্রজাতির কচ্ছপটিকে রাতে নিজের বাড়িতে এনে রাখেন। শুক্রবার সকালে বিরল প্রজাতির কচ্ছপটিকে ব্যারাকপুরে বনদপ্তরের হাতে তুলে দিলেন।
বন্যপ্রাণী রক্ষাকারী প্রতাপ দাস বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণীগুলোকে বাঁচিয়ে রাখা দরকার। তবে রহড়া থানার পুলিশের ভূমিকা প্রশংসনীয়।
সাধারণ মানুষের উদ্দেশ্যে তাঁর বার্তা, নতুন প্রজন্মকে দেখাতে বন্যপ্রাণী বাঁচাতে সকলকে এগিয়ে আসা উচিত।
ব্যুরো রিপোর্ট: কুহেলী নস্করের সঙ্গে ক্যামেরায় বিশ্বজিৎ নাথ ।।
উড়ান নিউজ ।
ততক্ষণ সঙ্গে থাকুন ,চোখ রাখুন উড়ান নিউজের পর্দায় ।।
Post a Comment