স্কুল পরিচালন কমিটির নির্বাচনের আলোচনা ঘিরে উত্তেজনা শ্যামনগর কান্তি চন্দ্র উচ্চ বিদ্যালয়ে
-----------------------------------------------স্কুল পরিচালন কমিটির নির্বাচন নিয়ে শনিবার তীব্র উত্তেজনা ছড়ালো শ্যামনগর কান্তি চন্দ্র উচ্চ বিদ্যালয়ে। নির্বাচনের জন্য এদিন শিক্ষকদের নিয়ে আলোচনায় বসেছিলেন টিচার ইন চার্জ তন্ময় বিশ্বাস। অভিযোগ, স্কুল সভাপতি নিজেদের মতো করে তিনজন শিক্ষক ও একজন অশিক্ষক কর্মচারীকে কমিটিতে রাখতে চাইছেন। এতেই আপত্তি তুলেছেন একাংশ শিক্ষক। অভিযোগ, শিক্ষক বিভাকর সরকারকে শ্যামনগর ছাড়া করা হুমকি দিয়েছেন বহিরাগতরা। হুমকির জেরে আতঙ্কিত শিক্ষক বিভাকর সরকার ও তাঁর অনুগামী শিক্ষকরা। এপ্রসঙ্গে টিচার ইন চার্জ তন্ময় বিশ্বাস বলেন, আলোচনার মাধ্যমে বিবাদ মিটিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে।
ব্যুরো রিপোর্ট কুহেলী নস্করের সঙ্গে বিশ্বজিৎ নাথ।।
Post a Comment