বন্ধুদের সঙ্গে মনোমালিন্যের জেরে গঙ্গায় ঝাঁপ যুবকের



চন্দননগর বেড়াতে গিয়ে ফেরার সময় মাঝ গঙ্গায় ঝাঁপ দেয় যুবকের। বন্ধুকে বাঁচাতে প্রানের ঝুঁকি নিয়ে ঝাঁপ দেয় আরেক বন্ধু। যদিও বন্ধুকে বাঁচাতে ব্যর্থ হয়ে সে থানার দ্বারস্থ হয়। বুধবার রাতের ঘটনা। গঙ্গায় নিখোঁজ যুবক প্রমোদ চৌধুরী ( ১৯) ভাটপাড়া থানার সুগিয়া পাড়ার বসিন্দা। নিখোঁজ যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে, চার বন্ধুর সঙ্গে প্রমোদ চন্দননগর ঘুরতে গিয়েছিল। রাতে লঞ্চে করে ফেরার সময় প্রমোদ গঙ্গায় ঝাঁপ দেয়। ওর এক বন্ধু বাঁচানোর চেষ্টা করলেও, সেই লঞ্চের তরফ কেউই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি। নিখোঁজ যুবকের দিদি নন্দিনীর দাবি, প্রিয়াঙ্কা নামে একটি মেয়ের জন্য এই ঘটনা ঘটেছে। লীলা দেবী নামে এক মহিলা জানান, তাঁর ছেলে নীতিশ বন্ধুকে বাঁচাতে গঙ্গায় ঝাপ দেয়। উল্টে পুলিশ ছেলেকে আটকে রেখেছে। লীলা দেবীর দাবি, তার ছেলে নির্দোষ।


ব্যুরো রিপোর্ট কুহেলী নস্করের সঙ্গে বিশ্বজিৎ নাথ।।


উড়ান নিউজের পর্দায়।।

Post a Comment