দত্তপুকুরে মেয়ের শ্বশুর বাড়ি থেকে মহিলার মৃতদেহ উদ্ধার
দত্তপুকুরে মেয়ের শ্বশুরবাড়ি থেকে মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো। অভিযোগ, ছাদের দরজা খোলা পেয়ে রবিবার ভোর রাতের দিকে দুই দুষ্কৃতী মুখে মাস্ক পরে ঘরে ঢুকে শ্বাসরোধ করে মহিলাকে খুন করে। মৃতার নাম বেবী রানী সর্দার।
তিনি দওপুকুর-১ নম্বর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বর্তমান পঞ্চায়েত সদস্যা দেবযানী সর্দারের মা ওই মৃত মহিলা।
জানা গিয়েছে, অসুস্থতার জন্য কয়েকমাস ধরে বেবী রানী মেয়ের শ্বশুরবাড়িতে থাকছিলেন। তবে কি কারনে, ওই মহিলাকে খুন করা হল, তা নিয়ে ধোঁয়াশায় মৃতার পরিজনরা।
যদিও বেবী রানীর পাশেই বিছানায় শুয়ে ছিলেন তাঁর নাতনি। দিদাকে চোখের সামনে খুন হতে দেখে ভয়ে ঘুমের ভান করেছিলেন নাবালিকা। তাঁর উপস্থিত বুদ্ধির জেরেই প্রাণে বেঁচে গেল ওই বৃদ্ধার নাতনি। কে বা কারা এই খুনের ঘটনায় জড়িত, তা পুলিশ খতিয়ে দেখছে।
ব্যুরো রিপোর্ট কুহেলী নস্করের সঙ্গে বিশ্বজিৎ নাথ।।
সৌজন্যে : পায়েল হালদার।।
Post a Comment