উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গায় পচা নোংরা জমাজলে স্নান করে অভিনব প্রতিবাদ পরাজিত বিজেপি প্রার্থীর






-----------------------------------------------দু-একদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লী এলাকা। জমাজলের কারনে উৎপাত বেড়েছে সাপ-সহ নানান পোকা-মাকড়ের। 



সাপের কামড়ে একজনের মৃত্যুও হয়েছে ওই এলাকায়। জলমগ্ন দশার হাত থেকে মুক্তি পেতে অনেকেই বাড়িতে তালা ঝুলিয়ে অন্যত্র আত্মীয়-পরিজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। 


জলমগ্ন দশায় প্রতিবাদ জানিয়ে অভিনব প্রতিবাদ করলেন ওই ওয়ার্ডের পরাজিত বিজেপি প্রার্থী বিপন কুমার বিশ্বাস। তিনি রাস্তায় জমে থাকা নোংরা জলে স্নান করে প্রতীকী প্রতিবাদ করলেন। তাঁর এই প্রতীকী প্রতিবাদের তীব্র কটাক্ষ করলেন পুরপ্রধান শংকর দত্ত। তাঁর কথায়, প্রচারের আলোয় থাকার জন্য ওনি নাটক করেছেন। রবীন্দ্রপল্লির মানুষ ওনাকে প্রত্যাখ্যান করেছে।


ব্যুরো রিপোর্ট কুহেলী নস্করের সঙ্গে বিশ্বজিৎ নাথ।।

উড়ান নিউজের পর্দায়।।

Post a Comment