যাত্রীদের জন্য নৈহাটি স্টেশনের প্রভূত উন্নয়ন করা হবে দাবি শিয়ালদহের ডিআরএম দীপক নিগমের




----------------------------------------------শনিবার শিয়ালদহ মেইন শাখার নৈহাটি রেলওয়ে স্টেশনের উন্নয়নের কাজ সরজমিনে খতিয়ে দেখলেন শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার দীপক নিগম। 



   এদিন তিনি বেলা এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত গোটা রেল স্টেশন চত্বর-সহ প্রথম শ্রেণীর যাত্রী নিবাসও পরিদর্শন করেন।  সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিয়ালদহ ডিভিশনের ডিআরএম দীপক নিগম বলেন, এই স্টেশনের উন্নয়ন খতিয়ে দেখতে এখানে আসা। ফুট ওভার ব্রিজ, ফুড কোট-সহ ছয় নম্বর প্লাটফর্মের কাজ দ্রুত সম্পন্ন হবে।


ব্যুরো রিপোর্ট কুহেলী নস্করের সঙ্গে বিশ্বজিৎ নাথ।।

উড়ান নিউজের পর্দায়।।

Post a Comment