কড়া ব্যবস্থা নেওয়ার দম ইডি-সিবিআইয়ের আছে দাবি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর




---------------------------------------------কড়া ব্যবস্থা নেবার দম ইডি-সিবিআইয়ের কাছে। শুক্রবার  ইছাপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরিস মজদুর ইউনিয়নের রক্তদান শিবিরে এসে অভিষেককে ইডির তলব নিয়ে এমনই প্রতিক্রিয়া দিলেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। সুজনের কথায়, দম থাকলেও, তারা কি মোদী-অমিত শাহের অনুমোদন পাচ্ছেন। নাকি মোদী-অমিত শাহ ইডি-সিবিআইকে ধামাচাপা দিতে চাইছে। বর্ষীয়ান সিপিএম নেতার আরও দাবি,  সপরিবারে অপরাধ করেছেন। তাই সপরিবারে ডাক পেয়েছেন। তবে মানুষের চাপ আছে। অপরাধীকে ধরা পড়তেই হবে। রাজ্যে ডেঙ্গুর থাবা নিয়ে তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ ক্রমশ বাড়ছে। ইতিমধ্যে ডেঙ্গুতে কতজনের মৃত্যু হয়েছে, রাজ্য সরকার তা গোপন করছে। কিন্তু ডেঙ্গু প্রতিরোধে সরকার অবিলম্বে পদক্ষেপ না নিলে বিপদ আরও বাড়বে।


ব্যুরো রিপোর্ট কুহেলী নস্করের সঙ্গে বিশ্বজিৎ নাথ।।

উড়ান নিউজের পর্দায়।।

Post a Comment