মহিলাকে ব্ল্যাকমেল করে যৌন হেনস্থার অভিযোগ পুলিশের এসআইয়ের বিরুদ্ধে







--------------------------------------------  ২০২২ সালের অক্টোবর মাসে দশ লক্ষ টাকা আর্থিক প্রতারনার শিকার হন শ্যামনগর বাসুদেবপুর থানার বিবেকনগরের বাসিন্দা এক মহিলা। প্রতারকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গিয়ে পরিচয় হয় বাসুদেবপুর থানার এসআই সঞ্জীব সেনের সঙ্গে। তিনি দশ লক্ষ টাকা পাইয়ে দেবার আশ্বাস দেন ওই মহিলাকে। অভিযোগ, ওই মহিলাকে যৌন হেনস্থার পাশাপাশি   নগদ এক লক্ষ টাকা-সহ মোটা অংকের সোনার গহনা হাতিয়ে নেয় ওই পুলিশ কর্মী। শুধু তাই নয়, বলপূর্বক যৌন নিগ্রহের পাশাপাশি সহবাসের ভিডিও সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন ওই পুলিশ কর্মী।  তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতন করার অভিযোগ করেছেন ওই নির্যাতিতা মহিলা। চলতি বছরের ২২ সেপ্টেম্বর নির্যাতিতা বাসুদেবপুর থানায় ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। পরদিন ২৩ সেপ্টেম্বর ১৪৬ ধারায় নির্যাতিতার গোপন বয়ান রেকর্ড করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ৩৭৬, ৪১৭, ৪২০ ও ৫০৬ ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।


ব্যুরো রিপোর্ট কুহেলী নস্করের সঙ্গে বিশ্বজিৎ নাথ।।

উড়ান নিউজের পর্দায়।।

Post a Comment