স্বাস্থ্য ব্যবস্থার অবনতির প্রতিবাদে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে বিক্ষোভ-স্মারকলিপি প্রদান
-----------------------------------------------স্বাস্থ্য ব্যবস্থার অবনতির প্রতিবাদে শুক্রবার নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে সুপারের কাছে স্মারকলিপি জমা দিল বিজেপি নেতৃত্ব। বিজেপির ব্যারাকপুর সংগঠনিক জেলার নৈহাটি মন্ডল-১ ও ২ এর পক্ষ থেকে এদিন ১২ দফা দাবিতে নৈহাটির গোয়ালাফটক মোড় থেকে মিছিল করে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতাল পর্যন্ত মিছিল করে বিজেপি। সেখানে কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করার পর ছয়জনের প্রতিনিধি দল হাসপাতাল সুপারের কাছে স্মারকলিপি জমা দেয়। উক্ত কর্মসূচিতে হাজির ছিলেন ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, জেলার সহ-সভাপতি রূপক মিত্র ও বিনোদ গোন্ড, রাজ্য যুব মোর্চার সম্পাদক উত্তম অধিকারী, জেলা যুব মোর্চার সভাপতি বিমলেশ তেওয়ারি, সহ-সভানেত্রী জিনিয়া চক্রবর্তী প্রমুখ। রাজ্য যুব মোর্চার সম্পাদক উত্তম অধিকারী বলেন, নৈহাটি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা বেহাল দশায় পরিণত। ছয়মাস ধরে অর্থোপেডিক চিকিৎসক নেই। স্বাস্থ্য দপ্তর থেকে উন্নয়ন খাতে টাকা আসছে না। পরিস্থিতির উন্নতি না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি ব্যারাকপুর জেলা বিজেপি নেতৃত্বের।
ব্যুরো রিপোর্ট কুহেলী নস্করের সঙ্গে বিশ্বজিৎ নাথ।।
উড়ান নিউজের পর্দায়।।
Post a Comment